প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
শেরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ফুডপ্যাক প্রদান

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিচপাড়া এলাকায়
পবিত্র মাহে রমজান উপলক্ষে
বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। শুক্রবার(১৪মার্চ) বিকেলে
চরশেরপুর নিচপাড়া জামে মসজিদের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
চরশেরপুর ইউনিয়নের সভাপতি সভাপতি সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, নায়েবে আমীর মাওলানা নূরে আলম, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ৫০টি সুবিধাবঞ্চিত
পরিবারের প্রত্যেককে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল, ২৫০ গ্রাম খেজুর ছিলো।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved