প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
পাঁচবিবি সীমান্তে বিপুল পরিমান ফেন্সিডিল ও এ্যাম্পোল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও এ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৮ বোতল ফেন্সিডিল ও এ্যামপোল ৯৮০ পিস উদ্ধার করেছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় পোনে ৬ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। হাটখোলা বিওপি কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে মাদক কারবারীরা সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বিজিবি'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved