প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৩:৪২ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষ্যে পলাশবাড়ীর মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক যানজট মুক্ত ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
গাইবান্ধার প্রবেশদ্বার পলাশবাড়ীর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পলাশবাড়ীর চৌমাথার উভাই পাশ্বে যানজট নিরসনে রাস্তা সংস্কার কাজে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে সমন্বয় করছেন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
একইসঙ্গে,ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত ৩০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যারা দিনরাত টহল দেবে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করবে।
টহল দল দিনরাত মহাসড়কে পাহারা দেবে, অপরাধ প্রতিরোধ করবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া, রাত্রিবেলা ঢাকাগামী যানবাহনে ভিডিও নজরদারির কার্যক্রম চালু থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যানজট নিরসনের জন্য গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজারে চলমান সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, যাত্রীরা যেন যানজট মুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন,সে জন্য হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। হাইওয়ে পুলিশের এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে ঈদের সময় যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved