প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
হোমনায় মাদকসেবী সহপাঠীরা বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার অভিযোগ

হোমনা প্রতিনিধিঃ হোমনায় এক যুবককে মাদকসেবী সহপাঠীরা বাড়ি থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের জনৈক নাজিমের বাড়ির পাশ থেকে মো. বিল্লাল মিয়া (৩০) নামে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল বড় ঘাড়মোড়া গ্রামের মো.জামান মিয়ার ছেলে।
নিহতের পিতা জামান মিয়ার অভিযোগ তার ছেলে বিল্লাল গ্রামের মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জসিম, বদু, নজরুল ছানোয়ারসহ আরো কয়েকজন খারাপ লোকের সাথে চলাফেরা করতো। তাদের সাথে একদিন না গেলেই তারা বিল্লালকে মারধর করত। তিনি আরো জানান, বিল্লাল অটোরিকশা চালাত এরপর সে বাড়ির আলগা ঘরে একা থাকতো। গতকাল শনিবার এশারের নামাজের পর বিল্লাল বসত ঘর থেকে রাতের খাবার খেয়ে আলগা ঘরে থাকতে যায়। আলগা ঘর থেকে জসীম, নজরুল, বদু,ছানোয়াররা তাকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে লোকজন এসে জানায়, গ্রামের নাজিমের বাড়ির পাশে রাস্তার ধারে আমার ছেলের জবাই করা লাশ পড়ে আছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, বিল্লালের গলকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এখনো কেউ গ্রেফতার হয় নাই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved