মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউড সেনসেশনাল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতানের পরিচালনায় নির্মিত ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’-তে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। ভক্তরা যখন অধীর আগ্রহে ‘বাওয়াল’ জুটিকে আবারও বড় পর্দায় দেখার অপেক্ষা করছিলেন, তখন নির্মাতা ছবির মুক্তির তারিখ পিছিয়েছেন।
জানা যায়, এ সিনেমাটি প্রথমে ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন এটি চলতি বছরের ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে। কিছুদিন ধরেই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এবার নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের পাশাপাশি চলচ্চিত্রটিতে রোহিত সারাফ, মনীশ পাল, সানায়া মালহোত্রা ও অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
এর আগে বলিউড হাঙ্গামা এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রযোজক করণ জোহর ও পরিচালক শাশাঙ্ক খৈতান ছবিটিতে আরও কিছু বিনোদনমূলক উপাদান যোগ করতে চান। এর ফলে ছবির জন্য অতিরিক্ত কিছু দৃশ্যের শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিশেষকরে ডেসটিনেশন ওয়েডিং দৃশ্যের ওপর। যেখানে বরুণ ও জাহ্নবীসহ পুরো কাস্ট এতে অংশ নেবে বলে জানানো হয়। এছাড়া সেসময় সংযোজিত কিছু দৃশ্যের জন্য দুটি নতুন গানের পরিকল্পনাও করা হয়েছিল, যা ছিলো ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ।
পিঙ্কভিলা সূত্রে জানা যায়, করণ জোহর ২০২৫ সালে দুটি জমকালো রোমান্টিক কমেডি— 'সানি সংস্কারি কি তুলসি কুমারী' এবং 'তু মেরি ম্যা তেরা ম্যা তেরি তু মেরা' মুক্তি দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে বরুণ ও জাহ্নবীকে একসঙ্গে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল' সিনেমায়। সেখানে তাদের পাশাপাশি অভিনয় করেন মনোজ পাহওয়া, আঞ্জুমান সাক্সেনা, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved