প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ৬:১৬ অপরাহ্ণ
শিবগঞ্জ উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিদর্শন করেছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মঙ্গলবার সকালে থানা পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, বিহার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে ক্রীড়া সমাগ্রী ও বাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, জহুরুল ইসলাম, ফাহিমা আক্তার।
মতবিনিময় সভায় আগামী মৌসুমে সারের দাম স্থিতিশীল, এসএসসি পরীক্ষায় নকল মুক্ত নিশ্চিত করা, সড়ক ও জনপথ বিভগের শিবগঞ্জ উপজেলা সদরের প্রধান রাস্তার যাতায়াতের দুর্ভোগ লাঘবের বিষয়ে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved