প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
গাইবান্ধায় ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে ব্যাবসায়ীর অর্থ ও কারাদন্ড

গাইবান্ধা প্রতিনিধিঃ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে গাইবান্ধায় ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডসহ এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) গাইবান্ধা জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রমের সময় এই শাস্তি প্রদান করা হয়।
গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স একরামুল স্টোরের স্বত্বাধিকারী আসাদুল ইসলামকে এই দণ্ড দেওয়া হয়।
এই কার্যক্রমের নেতৃত্ব দেন- গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved