মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের সবগুলো ক্বেরাত সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্টিত হয়েছে ক্বেরাত ও গজল প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৮ মার্চ) দারুল ক্বেরাত মজিদিয়া ফুতলী ট্রাস্ট কতৃক অনুমোদিত ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর পশ্চিম জামে মসজিদ এর পরিচালনায় এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
পশ্চিম কালাপুর জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমেদের সভাপতিত্বে ও রেজা আহমেদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান চেয়ারম্যান (মিজানস মৌলভীবাজার) ও প্রধান ক্বারী জয়নাল আবেদিন,দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের প্রধান, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সোহান চৌধুরী , আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক মূস্তাকিম আহমেদ, কালাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও কালাপুর হাজারী জামে মসজিদের ইমামসহ কালাপুর এলাকার গণ্যমান্য ব্যত্তিবর্গ
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved