প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভাসুরের বিরুদ্ধে মামলা!

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে গৃহবধূ(৩৭)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাসুর গোলাম রব্বানী টিটু(৪৮)এর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ
বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শেরপুর আদালতে মামলা দায়ের করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি)শেরপুরকে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন। যাহার পিটিশন মামলা নং-৮৭/২০২৫। আনিত অভিযোগের আসামী গোলাম রব্বানী টিটু ঝিনাইগাতী সদরের মৃত ডাঃ মজিবুর রহমানের ছেলে।
আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের গেলো ১মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রামেরকুড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন ওই গৃহবধূ।
এসময় তার ভাসুর গোলাম রাব্বানী টিটু ঘরে প্রবেশ করে পিছন দিক থেকে জাপটে ধরে খাটের ওপর নিয়ে যায়। এসময় ওই গৃহবধূ চিৎকার দেয়ার চেষ্টা করলে আসামী তার বা হাত দিয়ে মুখ চেপে ধরে এবং ডান হাত দ্বারা শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়া সহ পরনের
কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার্থে ধস্তাধস্তির একপর্যায়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময়
অভিযুক্ত গোলাম রব্বানী টিটু
নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ওই নারি বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করলেও অভিযোগটি আমলে না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন ওসি। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী ওই নারি আদালতে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত গোলাম রব্বানী টিটু দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলো। বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানানোর পরেও তিনি বিরত হননি। আসামী প্রভাবশালী হওয়ায় থানায় পুলিশ আমাদের অভিযোগ গ্রহন করেননি। তাই আমরা আদালতে যেতে বাধ্য হয়েছি। আশা করছি, আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো।
এদিকে আসামী গোলাম রব্বানী টিটু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে জানান, মায়ের নামে জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুই ভায়ের মাধ্যে বিরোধ চলে আসছে। আদালতে দায়ের করা ধর্ষণের চেষ্টার মামলাটি মিথ্যা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সালেমুজ্জামান শেরপুর আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলার একটি পিটিশনের তদন্তভার পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগকারীর আনিত নালিশী দরখাস্তে বর্ণিত ঘটনা অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিরপেক্ষ ভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved