মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, অভিনেত্রী হিনা খান বর্তমানে স্তন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তবে কঠিন পরিস্থিতিতেও তিনি সাহসীভাবে ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা শরিফে গিয়েছেন। সেখানে কিছু ছবি ও ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
শেয়ার করা ছবিতে হিনাকে দেখা যায় সবুজ বোরখা ও সানগ্লাসে। এরপর আরও বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি, যার মধ্যে একটি ছবিতে তাকে মসজিদের মেঝেতে বসে নামাজ পড়তে দেখা যায়। সেই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, "হে আল্লাহ, আপনার পবিত্র এই ঘরে আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। ওমরাহ ২০২৫।" এই সফরে হিনার সঙ্গে তার ভাইকেও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের জুলাই মাসে, অভিনেত্রী ইনস্টাগ্রামে তার ক্যানসারের বিষয়টি প্রকাশ করেন এবং ভক্তদের আশ্বস্ত করেন যে, তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা শুরু হয়েছে। রিয়েলিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৮’ এবং ‘বিগ বস ১১’-এ তার উপস্থিতি ছিল জনপ্রিয়। নাটক ‘গৃহ লক্ষ্মী’র শুটিং শেষ করার পর হিনার শরীরে ক্যানসার ধরা পড়ে, এবং বর্তমানে তিনি ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved