মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সকালে ফিল্ডিংয়ে নামলে বুকে ব্যথা অনুভব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
তখনই সাভারের একটি হসপিটালে এবং পরে হেলিকাপ্টার যোগে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার কথা ছিল তামিমকে। কিন্তু বাঁহাতি এই ওপেনারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। মোহামেডান দলের ফিজিও এনামুল হক বলেন, ‘সকালে আমরা যখন মাঠে এলাম, সব ঠিকই ছিল। মাঠে নামার পর সে অসুস্থ হয়ে পড়ে। বলল বুকে ব্যথা করছে। আমরা দেরি না করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়েছিলাম। পরে সিদ্ধান্ত হয় ঢাকায় নেওয়ার।’
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। আবারও স্থানীয় একটি হসপিটালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই তামিম ইকবালের চিকিৎসা চলছে। তামিমের অসুস্থতার জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বৈঠক স্থগিত করেছে বিসিবি। সাভারে তামিমকে দেখতে যাচ্ছেন আকরাম খানসহ কয়েকজন বোর্ড পরিচালক।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved