খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প" এর আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ২৬০০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়। এসময় প্রতি জন কৃষককে ৩৩ শতক জমির জন্য ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, আরডিও রেজাউল করিম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকগণ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved