প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
রাজারহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে, উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল আনোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে ১৯৭১ সালের ২৫ শে মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন বক্তাগণ। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে।
আলোচনা সভার পরিশেষে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আবাও নতুন করে দেশ গড়ে তুলার আহ্বান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved