প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর

মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের অন্যতম বৃহৎ বুড়িমারী স্থল বন্দর ও শুল্ক স্টেশন।
পবিত্র ঈদ উপলক্ষে এ ছুটি ঘোষণা করেছে বুড়িমারী স্থলবন্দরে (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। তবে বন্দর দিয়ে ২ দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফলে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল বন্দরের কার্যক্রম যথারীতি স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআশরাফুল ইসলাম বলেন, বুড়িমারী স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved