মনোয়ার বাবু (ঘোড়াঘাট) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৬টা ২মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের শুভ সূচনা হয়।
এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন সরকার, কৃষি কর্মকর্তার রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত বীর মুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। এসময় কুচকাওয়াজে অংশগ্রহণ সকল প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
শেষে জাতির শান্তি সমৃদ্ধি,দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved