মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যাস্ত সময় পার করছেন ভারতের ক্রিকেটাররা। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কারণ এই আসর শেষেই ইংল্যান্ড সফরে যাবে ভারত।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে এটাই ভারতের প্রথম সিরিজ। পুরোপুরি প্রস্তুত হয়েই ইংল্যান্ডে প্রথম টেস্ট খেলবে ভারত। এ কারণে সিরিজ শুরুর আগে লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার পরিকল্পনা করেছে তারা।
সাধারণত কোনো দেশে গেলে সফরকারী দল সেই দেশের কাউন্টি দল বা বোর্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। তবে ভারত এক্ষেত্রে ব্যতিক্রম। জানা গেছে, ইংল্যান্ড সফরে প্রথম টেস্টের আগে সেখানকার কোনও কাউন্টি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না ভারত। এর বদলে রোহিত শর্মারা ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবেন।
সেই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীররা মূলত সেই সুযোগই কাজে লাগাতে চাইছেন। ভারতের গণমাধ্যম বলছে, কেন্ট কাউন্টির মাঠে হবে সেই প্রস্তুতি ম্যাচটি।
ভারত অনিচ্ছা প্রকাশ করায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। অর্থাৎ, একরকম লোকচক্ষুর আড়ালেই ম্যাচটি খেলতে চায় গম্ভীরবাহিনী।
আইপিএল শেষ করে গিয়ে এর আগে একটি প্রস্তুতি ম্যাচই খেলবে ভারত। ম্যাচটি কয় তারিখে শুরু সেটা অবশ্য এখনও চূড়ান্ত করেনি বিসিসিআই। জানা গেছে, আইপিএলের মাঝামাঝি সময়ে এই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করবে বিসিসিআই।
২০ জুন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved