প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
রাজারহাটে বিষপানে এক যুবকের আত্মহত্যা

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ৩ এপ্রিল উপজেলার সদর ইউনিয়নের পুনকর চড়াইখেলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লীকবেগ বোতলার পাড় গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে আমান আলী (৩২) একই ইউনিয়নের পুনকর চড়াইখেলা এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুড় বাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করে। গত মঙ্গলবার ১ এপ্রিল সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে ঘরে রাখা জমিতে দেয়া বিষপান করে। খবর পেয়ে এলাকাবাসীরা তাকে দ্রুত রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হতে থাকে।
গত বুধবার ২ এপ্রিল তাকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার ৩ এপ্রিল বিকালে চিকিৎসাধীন অবস্থায় আমান আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
রাজারহাট থানার সেকেন্ড অফিসার এসআই রেজানুল হক বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। রংপুরে ইউডি মামলা দায়ের হলে ওখানেই লাশের ময়না তদন্ত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved