প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ পালন করেছে।
আজ শুক্রবার সকালে পৌর শহরের লাঙ্গলহাটি সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কাণ প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনিযুক্ত সভাপতি আবু রায়হান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন,সমিতির উপদেষ্ঠা কৃষিবিদ আজমল হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজু, উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু, বিচারক শিক্ষক মোঃ আব্দুল হাই, মোঃ মশিউর রহমান, ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু, মোঃ মাহবুব রহমান, প্রভাষক শিপ্রা সরকার, মোঃ এনতাজ মন্ডল, সাবেক কার্যকরী কমিটির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন, মেহেদী হাসান, সহ-সভাপতি আখের আউয়াল, সাধারণ সম্পাদক বিকি কুমার ,মাহফুজা রাহাত, রায়হান হোসেন রিংকু, সাদিয়া আহমেদ দীপ্তি ও জাকারিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসের নানা তাৎপর্য এবং শিক্ষার্থীদের দিক-নিদের্শনামূলক নানা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। দেশপ্রেম জাগ্রত করে দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান। শেষে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার হিসাবে বার্ষিক প্রকাশনা প্রবাহ, নতুন বছরের ক্যালেন্ডার, ক্রেষ্ট ও মুক্তিযুদ্ধের বই প্রদান করা হয়।
উল্লেখ্য,জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সংগঠন শিক্ষার্থী সমিতি,পাঁচবিবি ১৯৮৪ সালে গঠন করা হয়। সেই থেকে অত্র উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ যাত্রা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved