মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌরভীবাজারের শ্রীমঙ্গল এক সপ্তাহে লোকালয় থেকে ৩টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরতলীর কাকিয়াছড়া চা বাগান এলাকার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্বার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কাকিয়াছড়া মন্দিরের সামনে স্থানীয় শিশুরা একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর স্টাফ রাহেলকে জানায়।
রাহেল এর মাধ্যমে খবর পেয়ে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে বানরটিকে বনবিভাগ বকৃপক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৩০ মার্চ উপজেলার জাগছড়া চা বাগান এলাকা থেকে ১২ ফুট লম্বা এবং ১৫ কেজি ওজনের একটি অজগর এবং ৩১ মার্চ উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রাম থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
স্বপন দেব সজল জানান, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট এবং বসবাসের পরিবেশ নষ্ট হওয়াতে প্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। এসব প্রাণী অক্ষত, অসুস্থ অবস্থায় উদ্ধার ছাড়াও বিভিন্ন সময় সড়কে গাড়ি চাপা, রেললাইনে কাটা পড়ে, বিদ্যুতায়িত হয়ে এবং অসচেতন মানুষের হাতে মারা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved