প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:০৯ অপরাহ্ণ
ডোমারে ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে খানকা শরীফ এলাকার পাইকারটারি গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় ধর্ষক রনির গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ৬ই এপ্রিল সকাল সাড়ে এগারোটার দিকে চিলাহাটি চৌরাস্তা মোড়ে ধর্ষক রনির গ্রেফতার ও ফাঁসির দাবিতে চিলাহাটি যুব সমাজের ডাকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ই এপ্রিল দুপুরে খানকা শরিফ এলাকার পাইকারটারী গ্রামের রফিকুলের ৭ বছরের শিশু কন্যা ছন্দনাম (এস) (৭)কে তার ভাই হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় (এস) বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওৎ পেতে থাকা পার্শ্ববর্তী বাড়ির ফজলুর রহমানের ছেলে রনি (২৪) বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেই সময় (এস) এর আত্ম চিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি করলে রনি পালিয়ে যায়। এসময় শিশুটির ভাই হাবিব তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে বাড়ির লোকজন (এস) কে রক্তাক্ত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকম মামলা বা অভিযোগ হয়নি।
মানববন্ধন শেষে যুব সমাজের নের্তৃবৃন্দরা চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ধর্ষক রনির গ্রেফতারের দাবি জানালে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান জানান যে, আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনরকম অভিযোগ করেনি অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved