মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জজ আদালতের তরুণ আইনজীবী সুজন মিয়া হত্যার প্রতিবাদে কোট বর্জন করে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে জেলা বারের সামনে থেকে মানববন্ধন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট মো. মুজিবুর রহসান, এড. শান্তি পদ ঘোষ, এড. মামুনুর রশিদ,এড. আব্দুল মতিন চৌধুরী,এড. বকসী জুবায়ের আহমেদ, এড, রমাকান্ত দাশ গুপ্ত প্রমুখ।
বক্তারা বলেন অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। না হলে আমরা আরো কটুর আন্দোলনে যাব।
উল্লেখ্য এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে খু-ন হন। রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।
নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved