প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদলতে মাদকসেবীর ৬ দিনের জেল ৫০ টাকা জড়িমানা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে এক মাদক সেবীর ৬ দিন কারাদন্ড ও ৫০ টাকা জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদলত।
৮ এপ্রিল মঙ্গলবার রাতে গিরিধারীপুর পশ্চিম হাজীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে সোহান এর বাড়ীতে এক মাদকসেবীকে আটক করেন।
আটককৃত মাদকসেবী হলেন,পলাশবাড়ী পৌর শহড়ের নুনিয়াগাড়ী গ্রামের মুছা মন্ডল এর পুত্র আজাদুল ইসলাম (৩৫)।
জানা যায়,মাদক বিরোধী অভিযানে পলাশবাড়ী ক্রাইম এলার্ট টিম ও অপরাধ প্রতিরোধ কমিটি ২ নং ওয়ার্ড গিরিধারীপুর পশ্চিম হাজীপাড়া মসজিদ ও নুরপুর সংলগ্ন এলাকা সোহানের বাসায় হানা দিয়ে ওই মাকদসেবী সহ মাদকদ্রব্য জব্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী সহকারী কমিশনার আল ইয়াসা রহমান তাপাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই মাদক সেবীকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন। সে সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved