মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ মনে করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তার মতে, শাকিবের একাধিক গুণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে, বিশেষ করে তার মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টির ক্ষমতা।
শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ফেসবুক পেইজে প্রকাশিত ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় ইধিকা শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, "শুধু ‘বরবাদ’ সিনেমায় কাজ করার জন্য নয়, আমার অভিষেক শাকিব খানের বিপরীতে হয়েছে, এ জন্য নিজেকে খুব ভাগ্যবান মনে হয়।"
ইধিকা আরও বলেন, “শাকিব খান আমাকে তার জীবনের দুটি বড় প্রজেক্টে সুযোগ দিয়েছেন, যা আমি অনেক সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। বাংলাদেশের দর্শক আমাকে চিনেছেন তার জন্য, এবং তাদের ভালোবাসা পেয়ে আমি আবেগে আপ্লুত।"
গত বছর ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকার, আর এবার ঈদে মুক্তি পায় তাদের জুটি 'বরবাদ'। ‘প্রিয়তমা’ সুপারহিট হওয়ায় ‘বরবাদ’ নিয়েও দর্শকদের প্রত্যাশা ছিল উচ্চ। ইধিকা জানান, “প্রিয়তমার পর দর্শকের প্রত্যাশা বেড়েছে, আর ‘বরবাদ’-এ সেই প্রত্যাশার স্তর ছোঁয়ার জন্য আমি আরও বেশি যত্ন নিয়েছি।”
শাকিব খানের সঙ্গে শুটিং অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, “শাকিব খান খুব শান্ত এবং কাজের প্রতি নিবেদিত। খুব বেশি হাসিঠাট্টা করেন না, বরং কাজের মধ্যে ডুবে থাকেন। তার এই পরিশ্রমী মনোভাব থেকে আমি অনেক কিছু শিখতে চাই।”
তিনি আরো বলেন, "শাকিব এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে আছেন, তার পরেও তিনি নিজের কাজের প্রতি তীব্র মনোযোগী, যা তাকে এখনও শীর্ষে রাখছে। তার এই গুণগুলো আমাকে অনুপ্রাণিত করেছে।"
‘বরবাদ’ সিনেমা বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি অ্যাকশন ঘরানার ছবি। এতে শাকিব খানের পাশাপাশি কলকাতার যিশু সেনগুপ্ত, ঢাকার মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং ইন্তেখাব দিনার অভিনয় করেছেন। সিনেমার আইটেম গানে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে দেখা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved