মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুরে সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ রয়েছে।
রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথের গাজীপুরের সালনায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান।
তিনি বলেন, রোববার আনুমানিক দুপুর আড়াইটার কিছু সময় পর সালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গ চলাচলকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান, এতে কেউ আহত হননি। লাইনচ্যুত চারটি বগি রেখেই চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রীদের নিয়ে ঢাকার দিকে ছেড়ে গেছে।
ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার তৎপরতা শুরু করেছে, উদ্ধারের পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved