প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
হোমনায় প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন
![]()
হোমনা প্রতিনিধিঃ কুহোমনায় শুভ নববর্ষ ১৪৩২ বাংলা, পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মো. সাইদুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আশ্রাফ পৌর সদস্য সচিব মো. রিয়াজুল হকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটে লোকজ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত, বৈশাখের গান, লোক সঙ্গীত, নৃত্য, কৌতুক ও আবৃত্তি পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved