সভায় কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।
সভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। আমরা কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড আছে ৫টি ইউনিয়নের জন্য আমরা ১৫ জনের টিম করে দিয়েছিলাম। সেই টিমের নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে সদস্য সংগ্রহ করেছি। এরাই এসব সদস্যদের যাচাই বাচাই করছে। গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি চারটি গ্রেডএ আমরা ভিগ করে কাজ করছি। আমাদের কাউন্সিলন হবে ৯০ থেকে ১০০ জন। সেই কাউন্সিলরের ভেটে আমরা ওয়ার্ড কমিটি করবো। ওয়ার্ড কমিটি ভোট দিয়ে ইউনিয়ন কমিটি করবে। ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করবো সেই ইউনিয়ন কমিটি ভোট দিয়ে উপজেলা কমিটি করবে। এই প্রকৃাংগুলো পুরো জেলাতে হবে এরই অংশ হিসেবে আজ কাউখালীতে প্রথম যাচাই বাচাই শুরু।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved