প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি আটক-২

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিত চানপাড়া বাজারে ভূয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে তানিশা জুয়েলারী দোকানে চাঁদাবাজী করতে গিয়ে ২ ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।
আজ ১৯ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে ।
আটক দুই ভূয়া ডিবি পুলিশ হলো নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব আলী সরকারের পুত্র মোঃ সাগর আহমেদ (৩০) ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার পুত্র মোহাম্মদ ইমরান হোসেন(২৯)।তানিশা জুয়েলারীর স্বত্তাধিকারী তাপস বলেন, বেলা সাড়ে ১২ টার সময় সিভিল পোশাকে দুই জন ব্যক্তি জিকসার মোটরসাইকেলে এসে আমার দোকানে ঢুকে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় আমার দোকানে থাকা আওলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ আলম বসে ছিলেন । তারা তাকে বাহিরে যেতে বলে আমার দোকানে অবৈধ মাল আছে বলে আমার সঙ্গে একান্তে কথা বলতে চায় এবং টাকা দাবী করে।
এ দিকে সাবেক ইউপি সদস্য শাহ আলমের নিকট ডিবি পুলিশের বিষয়টি সন্দেহ জনক মনে হওয়ায় তাদের নিকট পরিচয়পত্র দেখতে চান। এসময় তারা তা দেখাতে গড়িমসি করেন। পরে পাঁচবিবি থানা পুলিশকে খবর দিলে তারা তাদের আটক করে থানায় আনেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ময়নুল হোসেন বলেন, আটক ব্যক্তিদ্বয়কে জিজ্ঞেসা বাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved