প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
শেরপুরে ছাত্রদল নেতা জামায়াতে যোগদান

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামিতে যোগদান করেছেন। শুক্রবার (১৮এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর এলাকার
বাহার বাজারে পৌর জামায়েত ইসলামির এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এসময় আব্দুল মুন্নাফ ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
জামায়াতে যোগদানের আগে আব্দুল মুন্নাফ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
জামায়াতে যোগদান প্রসঙ্গে
আব্দুল মুন্নাফ জানান, দীর্ঘদিন বিএনপি'র ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় আমি জামায়েতে যোগদান করেছি।
এসময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আঃ রহমান, শ্রীবরদী উপজেলা আমির মো. আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved