পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে স্বামীর দু লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী সুফিয়া বেগম অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এ ঘটনাটি ঘেেটছে উপজেলার মদনখালী ইউনিয়নের মাগুড়া গ্রামে। গতকাল রোববার স্বামী উক্ত গ্রামের মমতাজুর রহমানের ছেলে মেহেদী হাসান পীরগঞ্জ থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়,৬ বছর পুর্বে পীরগঞ্জ সদর ইউনিয়নের মকিমপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুফিয়া বেগমের সাথে মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাঝে মধ্যেই সুফিয়া বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে যেতো। কিছুদিন পর আবার বাড়ি ফিরতো। গত ১৫ এপ্রিল রাতে সুফিয়া রাতের খাবার খেয়ে স্বামীর সাথে ঘুমায়। পরদিন প্রত্যুষে স্বামী মেহেদী হাসান ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেন। কোথাও না পেয়ে শ^াশুড়ীর কাছে ফোন করে জানতে পারেন সুফিয়া সেখানেও যায়নি। এদিকে বাড়িতে রাখা দু’লক্ষাধিক টাকা ও স্বর্নালংকারগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ধারনা প্রতিবেশী কোন যুবকের হাত ধরে সে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। যে কারনে বিষয়টি থানা পুলিশকে অবগত করে অভিযোগ দেয়া হয়েছে। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান,অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved