প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি: পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আজ ২০ এপ্রিল সকালে (রবিবার) ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ধরঞ্জী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট।
“সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই প্রেরণাদায়ক স্লোগানকে সামনে রেখে আজ এক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী ও পাঁচবিবি উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।
তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শরীর ও মনের সুস্থতার চাবিকাঠি। আর একজন সুস্থ মুসলমানই দ্বীনের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুব সমাজ যদি খেলাধুলার পাশাপাশি দ্বীনি চেতনা নিয়ে এগিয়ে আসে, তাহলে সমাজে শান্তি প্রতিষ্টা হবে। তিনি দ্বীন কায়েমের আন্দোলনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পস্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাজেদুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম,ইউনিয়ন পেশাজীবি
বিভাগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান,ইউনিয়ন ওলামা সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো শুধুমাত্র খেলাধুলার মধ্য দিয়ে প্রতিযোগিতা করছে না, বরং খেলোয়াড়দের মাঝে দ্বীনি মূল্যবোধ,ভ্রাতৃত্ব এবং আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আয়োজক সংগঠনের আহ্বায়ক শামিম হোসেন জানান, “আমাদের উদ্দেশ্য শুধু ক্রিকেট খেলা নয়, বরং এই খেলাধুলার মাধ্যমেই তরুণ সমাজকে সুস্থ, সচেতন এবং দ্বীনমুখী করে গড়ে তোলা।”
এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং তরুণ সমাজ হবে আরও গতিশীল ও স্বাস্থ্যবান—এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved