প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে- মোস্তাক সভাপতি জালাল সম্পাদক নির্বাচিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গগনা শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিশনার এ কে এম মঞ্জুর হোসেন পলাশ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। এতে সভাপতি পদে মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক হাতুরী প্রতীকে ৫৪৫ ভোট এবং সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন চাকা প্রতীকে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হোন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও প্রাপ্ত ভোট হলো মোঃ ছায়েম উদ্দিন সরদার প্রাপ্ত ভোট ৪৪২ ও লাবু সরদার প্রাপ্ত ভোট ২৮৯। নির্বাচনে অপর বিজয়ী প্রার্থীরা হলো সাংগঠনিক সম্পাদক পদে আঃ সালাম বিশু(দেয়ালঘড়ি- ৩৮৭), কোষাধ্যক্ষ পদে মোঃ আঃ আলিম (মাছ- ৪৯৯),
দপ্তর সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন দেলদার (মিক্সার মেশিন- ৫৯৪) নির্বাচিত হোন।
অপরদিকে সহ- সভাপতি পদে মনোয়ার হোসেন ও আব্দুল লতিফ, সহ-সাধারন সম্পাদক পদে সুমন হোসেন ও আব্দুল আলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ছালাম, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম, এবং কার্যনির্বাহী সদস্য পদে শাকিল হোসেন, জিয়াউর রহমান, আবু মুছা, আব্দুল হক ও রুবেল মাহাতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved