প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
ফুলবাড়ীতে ৪ জুয়ারি গ্রেফতার

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৪ জুয়ারি কে গ্রেফতার করেছে। রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিনকোণা মোড়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল ইসলাম (২৭) আমিনুল ইসলাম (৪০)বিপুল ইসলাম(৩০) ও সাইদুল হক (৪৫)। তারা সকলেই উপজেলার পুর্ব ধনিরাম গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১২৪০/- টাকা উদ্ধার করা হয়। পরে জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved