সিলেট প্রতিনিধি: সম্প্রতি বিভিন্ন মাধ্যমে “অনিয়ম, দুর্নীতির অপরাধে সিলেট কর আইনজীবী সমিতি থেকে আইনজীবী কামাল আহমদ বহিস্কার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্যসমূহের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তসাপেক্ষে জানা গেছে যে, উক্ত প্রতিবেদনটি তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত হয়েছে এবং এতে ব্যক্তির সুনামহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য অন্তর্ভুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট কর আইনজীবী সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, কামাল আহমদ নামক কোনো আইনজীবীকে বিদ্যমান কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে—এমন কোনো প্রমাণ বা নথি বর্তমানে প্রকাশযোগ্য অবস্থায় নেই।
তাছাড়া, রিপোর্টে যে সকল গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে, যেমন হয়রানি, অর্থ আত্মসাৎ কিংবা ভুঁইফোড় অনলাইন পোর্টাল পরিচালনার অভিযোগ—তাও যথাযথ সূত্র ও প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
আমরা এই অনিচ্ছাকৃত ভুল সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved