পিরোজপুর: পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকলে জেলা তথ্য অফিসার আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।
আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক ইব্রাহিম খলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আ: ছালাম বাতেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো: আবুল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশ কে মেধা শুন্য করতে চেয়েছিলো,তাই তারা ২৫ মার্চ কালো রাতে এদেশে বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ গণহত্যা আমাদের জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই ভয়াবহ হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথমে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজার বাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
মো: তামিম সরদার
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved