মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এর আগেও অনেকবার রেফারিদের নিয়ে অভিযোগ করেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার শুধু অভিযোগেই সীমাবদ্ধ থামেনি লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রের ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন বাতিল করেছে। এমনকি ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনেও যোগ দেয়নি দলটির কেউ।
এতে গুঞ্জন উঠেছিল, ফাইনালে অংশ নেবে না রিয়াল। তবে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রেফারি নিয়ে অভিযোগ থাকলেও তারা ফাইনালে খেলবে। না খেলার সিদ্ধনাতের বিষয়টি কেবলই গুঞ্জন ছিল।
ঘটনার সূত্রপাত কোপা দেল রে ফাইনালের রেফারির সংবাদ সম্মেলন নিয়ে। রেফারি রিকার্ডো ডি বারগোসের অধীনে বার্সেলোনার জয়ের পাল্লা ভারী—এমন পরিসংখ্যান টেনে প্রশ্ন করা হয়েছিল মাদ্রিদভিত্তিক এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। এমন এক প্রশ্নের পর সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন রেফারি রিকার্ডো। জানান, রিয়াল মাদ্রিদ নিয়ে ব্যক্তিগত জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা।
বারগোস এ বিষয়ে বলেন, ‘যখন আপনার ছেলে স্কুলে যায় এবং লোকেরা তাকে বলে যে তার বাবা একজন ‘‘চোর’’, এটি সত্যিই ভয়ানক। (ভিডিওতে যা বলা হয়েছে) তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কথা পরিণাম কী দাঁড়াচ্ছে।’
আর ভিএআর রেফারি গঞ্জালেস বলেন, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এটা আর হতে দেব না। শিগগিরই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। সন্দেহ নেই, আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না।।’
এই ঘটনার পরেই স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে কোপা দেল রে ফাইনালের রেফারি পরিবর্তন করার আহ্বান জানায় রিয়াল মাদ্রিদ। যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তাদের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে রেফারি পরিবর্তন করা সম্ভব নয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved