পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে এক মাদকাসক্তের কুড়ালের কোপে প্রাণ গেল বেলাল নামের এক শিশুর। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের শিশু পুত্র বেলাল হোসেন (১২) শুক্রবার বিকালে বাড়ির পার্শ্বের বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া ওই স্থানে শিশু বেলালের সাথে অশালীন ভাষায় কথা বলে । এক পর্যায়ে শিশু বেলাল মাদকাসক্ত বিটুলের সাথে তর্কে জড়ায়। এর কিছুক্ষণ পরে প্তি বিটুল তার সাথে থাকা পশু কুড়াল দিয়ে শিশু বেলালের মাথায় কোপ মারে। এতে বেলালের মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেলে তার সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে দৌড় দিলে ওই শিশুদের চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে যায়। পওে এলাকাবাসী রক্তাক্ত শিশু বেলালকে উদ্ধার কওে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দ্রুত শিশু বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ৮ টায় রংপুর নেয়ার সময় পথিমধ্যেই শিশু বেলালের মৃত্যু হয়। শিশু বেলালের মৃত্যুর সংবাদ পেয়ে হাসারপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এম.এ ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্তি এলাকাবাসীকে শান্ত করেন এবং খুনি বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। শনিবার ভোওে অভিযান চালিয়ে পুলিশ খুনি বিটুলকেও আটক করেছে। খুনি বিটুল উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গা পুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে তার নানা বাড়ী হাসারপাড়া গ্রামে বসবাস করতো। তার নানা নজরুল ইসলামএকজন কৃষক। শনিবার গ্রেফতারকৃতদের রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved