মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে ৫৭০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। গত বৃহস্পতিবার রাত্রী ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিশেষ ক্যাম্প এর টহল কমান্ডার নম্বর-৫৮৯৬২ হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিরামপুর রেলগেইটের পূর্ব পার্শ্ব হতে মালিকবিহীন ৪৭৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার নম্বর-৪৯৯৪৯ হাবিলদার মোঃ হোসেন আলী এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে কাটলা বিশেষ ক্যাম্প সংলগ্ন আমির মোড় পাকা রাস্তার পার্শ্ব হতে মালিকবিহীন ৯৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ সর্বমোট ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৫,৫০০/- টাকা। আটকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটক করা হয়েছে। তিনি যোগদান করার পর সীমান্তে চোরাচালন, মানুষ হত্যা ও অবৈধ্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved