প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে……মাওঃ মাহমুদুল হাসান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আজকের পৃথিবীতে যে অন্ধকার ছড়িয়ে পড়েছে, তা দূর করতে হলে আলেমদের এগিয়ে আসতে হবে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে কুরআন ও সুন্নাহর আলোয় ফিরিয়ে আনা। শিক্ষা ও দাওয়াতের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে হবে। শুধু বক্তব্য নয়, বাস্তব জীবনে ইসলামের সৌন্দর্য তুলে ধরাই আমাদের বড় কাজ।
পাঁচবিবি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে বাছাইকৃত বিশিষ্ট আলেমদেরকে নিয়ে গতকাল শনিবার সকালে পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর হল রুমে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠকে এ সব কথাই বললেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মাহমুদুল হাসান।
তিনি আরো বলেন,শিক্ষা বৈঠকের মূল লক্ষ্য ছিল ইসলামী শিক্ষার প্রচার, সমাজে নৈতিকতার উন্নয়ন এবং পথহারা মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার কার্যকর কৌশল নির্ধারণ।বর্তমান প্রজন্মের মাঝে নৈতিক অবক্ষয় দূর করতে হলে ইসলামী শিক্ষার বিস্তার জরুরি। আলেম সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনে আরও সচেতন ও গতিশীল হতে হবে।
পাঁচবিবি ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম মাওঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও পাঁচবিবি ওলামা বিভাগের সেক্রেটারী মাওঃ আবুল বাশার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,এলাকার খ্যাতিমান আলেম-ওলামাগণ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved