প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ১৪টি দোকান বিধ্বস্ত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বিশাল আকৃতির বটগাছ উপরে পড়ে ১৪টি দোকান লণ্ডভণ্ড হয়েছে। এতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন আব্দুস সোবহান ও রতন মিয়া নামের দুই ব্যক্তি। শনিবার (২৬ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারের উপর দিয়ে আকস্মিক এ ঝড় বয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, শনিবার রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে শতবর্ষী বিশাল আকৃতির বট গাছটি উপরে পড়ে ১৪ টি দোকান লণ্ডভণ্ড হয়। এ সময় আমরা কেউই দোকানে ছিলাম না। খবর পেয়ে ঝড়ের পড়ে এসে দোকানের কোন মালামাল রক্ষা করতে পারিনি। দোকানের মালামাল, ফ্রিজ, টেলিভিশন সবকিছু নষ্ট হয়ে গেছে। এতে সব দোকান মিলে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং দুজন পথচারী আহত হন।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন জানান, আকস্মিক ঝড়ে বড়ভিটা বাজারের শতবর্ষী বট গাছটি দুমরে মুচরে পড়ে বাজারের মোট ১৪টি দোকান বিধ্বস্ত হয়। ২ টি দোকানেের আংশিক ক্ষতি হয়েছে। আর বাকি ১২ টি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। ইতোমধ্যে সেই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে তাদেরকে সহায়তা প্রদান করা হবে ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved