মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, পুলিশ বিভাগে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা না হয়। তিনি বলেন, "মামলা হলে গ্রেপ্তার করা যাবে না। শুধুমাত্র তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
আজ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান এসব কথা জানান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, "মামলা মিথ্যা নয়, তবে মাঝে মাঝে কিছু অসৎ উদ্দেশ্য, অর্থ আদায় কিংবা হয়রানির উদ্দেশ্যে একাধিক লোকের নামে মামলা করা হচ্ছে, যা আমরা থামাতে পারছি না। আইনগত সীমাবদ্ধতার কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের পর এমন অনেক মামলা এসেছে যেখানে প্রকৃত অপরাধী পাঁচজন বা দশজন হলেও অসৎ উদ্দেশ্যে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
আইজিপি জানান, "এই ধরনের হয়রানি বন্ধ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমি নিজেও থানায় ফোন দিয়ে বিষয়টি তদারকি করি। যদি কাউকে অবিচারের শিকার হতে হয়, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করছি।"
তিনি জনগণকে আহ্বান জানান, "আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন, তবে অনুরোধ করছি যেন আমাদের কাছে কোনো অনৈতিক আবদার না করা হয়।"
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved