মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেরা বিজয়ীর পুরস্কার পায় নটরডেম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সায়ন্তী দেব দিয়া।
রানারআপ হয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।
অনুষ্টানে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া।
উপজেলা দুপ্রক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক মো. কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. রফি আহমেদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত প্রসাদ কুমী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved