আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫ টায় সান্তাহার এলএসডিতে প্রধান অতিথি হিসেবে এই ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মাহমুদা সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার এলএসডির ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী মিয়া, সান্তাহার সিএসডির ব্যবস্থাপক তারিকুল ইসলাম, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী জানান, এই মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ১৮হাজার ২৫৫ মে:টন চাল, ৩৬ টাকা কেজি দরে ৮১৬ মে:টন ধান সংগ্রহ অভিযান চলবে। মোট ১০৪ জন মিলার ধান ও চাল দিবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved