প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
রাজারহাটে সুরুজ মিঞার পাশে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দের সুরুজ মিঞা স্বপরিবারে উপজেলার রেলস্টেশনে বেশকিছুদিন ধরে মানবেতর জীবনযাপন করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়। খবর পেয়ে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সাময়িক খাবার ও বস্ত্র দিয়ে বসবাসের বন্দোবস্ত করার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও ঘড়িয়ালডাঙ্গার হিলফুল ফুজুল নামে একটি মানবিক সংগঠনের সহায়তায় উক্ত সুরুজ মিঞার পরিবারের বসবাসের বন্দোবস্ত করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি সুরুজ মিঞার পাশে এখন বিভিন্ন সামাজিক সংগঠন দাঁড়িয়েছে।
মঙ্গলবার ২৯ এপ্রিল বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ির হাটে সুরুজ মিঞার পরিবারকে বিছানাপত্র,খাবার, কাপড়, সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় পথের আলো রাজারহাট এর পক্ষ থেকে সুরুজ মিঞার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত সহয়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পথের আলো রাজারহাট এর সভাপতি আনিছুর রহমান লিটন ও হিলফুল ফুজুল শান্তির সংঘের আহবায়ক হাসান জিহাদী প্রমুখ।
সুরুজ মিঞার পরিবারে সহায়তা প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, সুরুজ মিঞার দুই ছেলের পড়াশোনা ও সুরুজ মিঞার চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাটাগরীর ভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved