ফরহাদ খান, নড়াইল
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মে) সকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মারক ডাকটিকিট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মোনাজাত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, পূণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার, সহকারী পরিচালক ডাক্তার মুন্সি আসাদ-উজ-জামান টনি, ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার সুজল বকশি, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ অনেকে। #
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved