প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
দিনব্যাপী নানা আয়োজনে লালমনিরহাটে মহান মে দিবস পালিত

মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যে কে সামনে রেখে লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১ মে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র্যালীতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যেদের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক রাজীব প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন।
সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। পরে জেলার মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্দ্যোগে রালী বের হয়ে শহর প্রদক্ষিণ করেছে। ওই সংগঠনের সভাপতি মোঃ রেনায়েল আলম রালীতে নেতৃত্ব দেন। পরে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়েছে।
উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে এ দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে।
আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved