প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৫, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
গাইবান্ধায় মহান মে দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি:মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর শ্রম দপ্তরের সহকারি পরিচালক আব্দুল লতিফ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু, শ্রমিক নেতা আব্দুল করিম প্রমুখ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে।
এছাড়া মে দিবস উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শহরে র্যালি ও নিজ নিজ সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved