প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু আহত-১

মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মারুফ হোসেন (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আব্দুর রহিম (২২) নামে আরো এক শ্রমিক। শনিবার বেলা ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার কাজ শুরু করে কিশোর মারুফ ও আব্দুর রহিম নামে ২ শ্রমিক। একপর্যায়ে অসাবধান বশতঃ পা পিছলে কিশোর মারুফ ওই সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা শ্রমিক আব্দুর রহিম তাকে উপরে টেনে তোলার চেষ্টা করে সেও অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে কিশোর মারুফের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত মারুফ লালমনিরহাট সদর উপজেলার রাজপুরর ইউনিয়নের হিরামানিক গ্রামের আব্দুল খালেকের পুত্র এবং আহত আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী জানান, এটি দুর্ঘটনা হতে পারে। তবে নিহতের পরিবার কোন অভিযোগ করলে সেটি আমরা তদন্ত করে দেখবো। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved