প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী সমাবেশ। বারকান্দ্রি উচ্চবিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বিকেলে আয়োজিত এই সমাবেশে এলাকার নেতাকর্মীরা উপস্থিত হয়ে নির্বাচনী প্রস্তুতি এবং আদর্শিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশের সভাপতিত্ব করেন বারকান্দ্রি
নির্বাচনী সেন্টার কমিটির পরিচালক সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ হাসিবুল আলম লিঠন।
তিনি তার বক্তব্যে বলেন,বর্তমান প্রেক্ষাপটে একটি ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।
একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি কর্মীকে শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং জনগণের কাছে ইসলামী রাজনীতির কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,এটা কেবল নির্বাচনী প্রস্তুতি নয়, বরং সমাজ পরিবর্তনের দীর্ঘমেয়াদি কাজের একটি ধাপ।প্রত্যেক কর্মীকে নিবেদিতপ্রাণ হয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি,দলীয় নেতা কর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারি মোঃ বাইজিদ বস্তামী এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন—একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য আদর্শিক ও সচেতন ভোটার তৈরির কোন বিকল্প নেই। এজন্য প্রতিটি কর্মীকে ঘরে ঘরে পৌঁছে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved