প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
ডোমারে স্কাউটসের তিন তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে উপজেলা স্কাউটসের তিন তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ঠা মে সকাল ১১টায় স্কাউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা স্কাউটসে সভাপতি ও পৌর প্রশাসক নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত তিন তলা বিশিষ্ট স্কাউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্কাউটসের সভাপতি ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি কোহিনুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউটস কমিশনার সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেরাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শালকী মুক্ত মহাদলের সভাপতি সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী সদস্য মায়েদুল হক বসুনিয়া তুর্য্য প্রমুখ।
উল্লেখ্য যে, ডোমার পৌরসভার বাস্তবায়নে ২০২৪ এবং ২০২৫ইং অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবির) প্রকল্পের আওতায় নির্মিত হবে উপজেলা স্কাউটসের তিন তলা বিশিষ্ট ভবন। উক্ত প্রকল্পের বরাদ্দের চুক্তি মূল্য ১৮,১৯,৭৩৬ টাকা। কাজটি সম্পন্নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখর চন্দ্র সাহা, সাহাপাড়া ডোমার নীলফামারী।
প্রসংগত, নীলফামারী জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ,সহ অতিথিদের সাথে নিয়ে স্কাউটস ভবনের পার্শ্বে বৃক্ষ রোপণ করেন। এসময় তারা বট ও নিম গাছের চারা রোপণ করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved