প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
ফুলবাড়ীতে সরকারীভাবে ধান- চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারীভাবে ধানচাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ মে) সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রেহেনুমা তারান্নুম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান, কৃষক শফিয়ার রহমান সহ সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্র জানায়, ২০২৫ অর্থ-বছরে, সরকারীভাবে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মে: টন ধান এবং মিল চাতাল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মে: টন চাল ক্রয় করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved